
শরীয়তপুরে মাদ্রাসার এতিম শিশু-কিশোরদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঞ্জাবি পায়জামাসহ অন্যান্য ঈদ উপহার বিতরণ করেছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
মঙ্গলবার ৯ এপ্রিল সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জুশিরগাঁও বাজারের মারকাযুস সুন্নাহ মুহাম্মাদিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার ২৫ জন শিশু-কিশোরদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা, সেমাই, চিনি, ডিম, দুধ, নুডুলস, পিঁয়াজ, কাঁচামরিচসহ অন্যান্য উপকরণ তুলে দেন তিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক রিপন রাড়ী, প্রধান শিক্ষক নাসির উদ্দিন নোমানী ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপহার পেয়ে এতিম শিশুরা খুশিতে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ রুদ্রবার্তা কে বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই ঈদের আনন্দ থেকে এতিম শিশুরা যেন বঞ্চিত না হয় তাই তাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |