Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী বোঝাই ২টি বাসকে জরিমানা 

শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী বোঝাই ২টি বাসকে জরিমানা 
শরীয়তপুরে অতিরিক্ত যাত্রী বোঝাই ২টি বাসকে জরিমানা 

পবিত্র ঈদুল ফিতরকে পুঁজি করে বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে শরীয়তপুর-ঢাকা রুটের বাস শরীয়তপুর সুপার সার্ভিস। এমন দুটি বাসকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার ১৫ এপ্রিল দুপুরে জেলা শহরের মাঝিরহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল ফিতরকে পুঁজি করে বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। শরীয়তপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছে এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন।  

দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসের ২ টি বাসে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।