
শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী প্রকৌশলী পিডব্লিউডি মোঃ মহিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী এলজিইডি এস এম রাফেউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ শেখ নাবিল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |