Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া মনি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নড়িয়ায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া মনি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নড়িয়ায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া মনি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক, নড়িয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজ সেবিকা এবং সুশিক্ষিত সুলতানা রাজিয়া মনি’র
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এসময় নির্বাচন অফিসের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অনান্য প্রার্থী ও বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, সুলতানা রাজিয়া মনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজিয়া সুলতানা মনি ছাত্রজীবনে নারায়ণগঞ্জ মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলেন। তাঁর স্বামী সাহাবউদ্দিন আহমেদ সানি নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা কমিটির কার্যকরী সদস্য ছিলেন। মনি’র শশুড় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এ ব্যাপারে সুলতানা রাজিয়া মনি বলেন, আমার মনোনয়নপত্র বৈধ হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি সারাজীবন নড়িয়ার মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি সবসময় নড়িয়াবাসীর সুখেঃদুখে পাশে থাকতে চাই। আমি বিশ্বাস করি নড়িয়ার মানুষ আমাকে বিজয়ী করবে। আর বিজয়ী হয়ে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে নড়িয়াকে স্মার্ট উপজেলায় পরিণত করতে কাজ করে যাবো। আর সেবার মান বৃদ্ধি করে নড়িয়া উপজেলার মানুষের দ্বারগোড়ায় পৌছে দিবো, ইনশাআল্লাহ।

#