Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

তীব্র গরমে ভিড় বাড়ছে শরীয়তপুরের হাসপাতালে

তীব্র গরমে ভিড় বাড়ছে শরীয়তপুরের হাসপাতালে
তীব্র গরমে ভিড় বাড়ছে শরীয়তপুরের হাসপাতালে

প্রচণ্ড গরম আর তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। ফলে শরীয়তপুর সদর হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। বেশিরভাগ রোগী ডায়রিয়া, আমাশয়, ঠান্ডা, কাশি, জ্বরজনিত রোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। যতদিন যাচ্ছে ততই রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে।

 

প্রচণ্ড গরমে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সকাল থেকে রাত পর্যন্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। রবিবার সকাল থেকে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে এমন চিত্র। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও প্রসূতিদের জন্য কঠিন হয়ে পড়েছে গরমের এই তীব্রতা।

স্থান নেই ডায়রিয়া, নারী ও শিশুসহ বিভিন্ন ওয়ার্ডেও। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন বাসা বাড়িতে। তারপরও রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে নার্সসহ চিকিৎসকদের।   

শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজেশ মজুমদার বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।