
সারাদেশে চলমান তাপদাহে শরীয়তপুরের সাধারণ মানুষের জনজীবনও অতিষ্ঠ হয়ে উঠেছে। শিশু থেকে কিশোরদের বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সড়কের পিচ গলে বিভিন্ন সময় মোটরসাইকেল স্লিপ কেটে দুর্ঘটনা ঘটার মতো ঘটনাও ঘটছে।
গরমে শরবতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে মানুষ।
কেউ কেউ কর্মস্থলে বের হচ্ছেন ছাতা নিয়ে। আবার কর্মজীবী মানুষ রিকশাচালক থেকে শুরু করে মোটরসাইকেল চালক সকলেই যাত্রীর অভাবে বসে আছেন। এতে নিম্ন আয়ের মানুষের কর্ম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরমে তাপমাত্রায় মানুষের পিপাসা বেশি লাগছে তাই বেশি বেশি পানি পান করছেন অনেকে।
শরীয়তপুরের সর্বোচ্চ ৩৯ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল। আজকে শরীয়তপুরে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। গত দু’দিন তাপমাত্রা ছিল ৪০। আবহাওয়া অফিসের তথ্যমতে আরোও ২ দিন এরকম তাপমাত্রা থাকতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |