Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের তৃতীয় বর্ষ পূর্তি উৎসব ভেদরগঞ্জ পালিত হয়েছে

শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের তৃতীয় বর্ষ পূর্তি উৎসব ভেদরগঞ্জ পালিত হয়েছে
শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের তৃতীয় বর্ষ পূর্তি উৎসব ভেদরগঞ্জ পালিত হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৪ মে শুক্রবার শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট সরকারি স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।

শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও চলচিত্র পরিচালক ড্যানি সিডাক এর সভাপতিত্বে ও সিরাজ সিকদার কলেজের সহকারী অধ্যাপক পলাশ রাউথ ও শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওয়াছেল কবির গুলফাম।

প্রধান আলোচক ডাঃ হেলাল উদ্দিন, ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আনোয়ার, আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী সাবেক ভাইস চেয়ারম্যান, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব আব্দুল মান্নান রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান জামান রাড়ী,ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বেপারী। শরীয়তপুর সাংস্কৃতিক ফোরামের ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি করিম শেখ । ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক গৌতম মাষ্টার । এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সকল শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।