Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাবেক স্ত্রীর বিয়ের খবর সহ্য করতে না পেরে যা করলেন যুবক

সাবেক স্ত্রীর বিয়ের খবর সহ্য করতে না পেরে যা করলেন যুবক
সাবেক স্ত্রীর বিয়ের খবর সহ্য করতে না পেরে যা করলেন যুবক

শরীয়তপুরের নড়িয়াতে সাবেক স্ত্রীর বিয়ের খবর সহ্য করতে না পেরে রাব্বি মাদবর নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে উপজেলার কেদারপুর ইউপির পাঁচগাঁও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশে বাগানের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘর থেকে রাব্বির ঝুলন্ত লাশ উদ্ধার করেন। রাব্বি মাদবর ওই এলাকার মামুন মাদবরের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের শুরুতে একই গ্রামের মিম আক্তার ও রাব্বি ভালোবেসে বিয়ে করে। বিয়ের ৬ মাস পর তাদের মধ্যে দাম্পত্যকলহ দেখা দিলে বাবার বাড়ি চলে যায় মিম। বাবার বাড়ি গিয়ে মিম তার স্বামী রাব্বিকে তালাকনামা পাঠিয়ে দিলেও তাদের মধ্যে প্রায়ই যোগাযোগ হতো। সোমবার দুপুরে মিম আক্তার রাব্বিকে খবর দেয় তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এমন খবর পাওয়ার পর থেকে রাব্বি অস্বাভাবিক আচরণ শুরু করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশে বাগানের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ করে প্রাক্তন স্ত্রী মিম আক্তারের পুরোনো ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাকে খোঁজ করতে গেলে ওই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

রাব্বির বাবা মামুন মাদবর বলেন, সকালে উঠে রাব্বিকে রুমে না পেয়ে খুঁজতে থাকি। পরে বাগানের ঘরে গিয়ে দেখি ওর লাশ ঝুলছে। আমার ছেলে মিমের কারণে আত্মহত্যা করেছে। ওর বিচার চাই।

রাব্বির মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে মিমকে খুব ভালোবাসতো। গতকাল মিম মোবাইলে কল দিয়ে রাব্বিকে তার বিয়ের খবর বলে। এই খবর সহ্য করতে না পেরে সে মিমের পুরোনো ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমার ছেলে আর নেই, আমি এর বিচার চাই।

মিম আক্তার বলেন, বিয়ের পর থেকে রাব্বি আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমার শরীরে এখনো অসংখ্য দাগ রয়েছে। যার কারণে বাধ্য হয়ে তাকে তালাক দিয়েছি। তালাকের পর থেকে তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তার আত্মহত্যার বিষয়ে কিছুই জানি না।

নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাগানের ভেতরে একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।