Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গোসাইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার সময় ইদিলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭” উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোসাইরহাট থানার (ওসি) মোঃ সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান প্রমুখ।
গোসাইরহাট থানার (ওসি) মোঃ সেলিম রেজা বলেন, যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক থেকে দূরে রাখার জন্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন, কোদালপুর উচ্চ বিদ্যালয় বনাম হাটুরিয়া উচ্চ বিদ্যালয়।