Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে মিনা দিবস অনুষ্ঠিত

গোসাইরহাটে মিনা দিবস অনুষ্ঠিত

গতকাল সোমবার গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মিনা দিবস অনুষ্ঠিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মায়ের দেয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই”। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুস কুদ্দুস হাওলাদার ও মোঃ রিপন মিয়া, দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মৃধা, ইদিলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক ও ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন খান প্রমুখ।