Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

শরীয়তপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী শরীয়তপুর জেলায় সরকারিভাবে উদযাপন করা হয়েছে।
গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। জেলা শিশু অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী’লীগ সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম তপাদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাহিন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।