Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর নিসচা’র যাত্রী ছাউনির উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

শরীয়তপুর নিসচা’র যাত্রী ছাউনির উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

শরীয়তপুর জেলা নিরাপদ সড়ক চাই (নিসচার) আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ যাত্রী ছাউনির উদ্বোধন, ১০টায় শরীয়তপুর প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ভবনের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা, একই স্থানে বিকাল ৩টায় আলোচনা সভা ও সন্ধ্যায় সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি এ্যাড. মুরাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ আলমগীর মতি, মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, নিসচার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাইদ, নিসচার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ আবুল রহমান, কার্যনির্বাহী সদস্য সেকেন্দার আলম রিন্টু, শরীয়তপুর পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট করম আলী, শরীয়তপুর জেলা নিসচার সাধারণ সম্পাদক সমীর চন্দ্রশীল সহ জেলা শাখার নেতৃবৃন্দ। সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে শরীয়তপুর পিটিআইয়ের ১৫৭ জন প্রশিক্ষণার্থীকে সড়ক নিরাপত্তা বিষয়ে যথাযথ পরামর্শ প্রদান করা হয়। নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিটিআইয়ে প্রশিক্ষণরত ১৫৭ জন প্রশিক্ষণার্থীকে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন সমসাময়িক সড়ক দূর্ঘটনা প্রতিকারের বিষয় কি কি করনীয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় নিরাপদ সড়ক চাই নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশে প্রতিদিন প্রায় ৫০ জন মানুষ সড়ক দূর্ঘটনায় নিহত হন। এ সড়ক দূর্ঘটনা গুলোকমিয়ে আনতে হলে আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে। আমরা যদি যার যার অবস্থান থেকে সতর্ক হই আর দায়িত্বশীল নাগরিকের সঠিক দায়িত্ব পালন করি তাহলে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। আজ জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে ডা. আলমগীর মতির ফ্যান্টাসি কিংডম ও মডার্ণ হাসপাতাল পরিদর্শণ শেষে নিসচার নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।