Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

শরীয়তপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শরীয়তপুরের ৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।
ঢাকার গুলশান কার্যালয়ে শরীয়তপুর জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন- শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার এ.কে.এম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।