Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় পার্টির সাথে ইকবাল হোসেন অপুর মতবিনিময় সভা

শরীয়তপুরে জাতীয় পার্টির সাথে ইকবাল হোসেন অপুর মতবিনিময় সভা

শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নৌকা প্রতিকের প্রার্থী জননেতা ইকবাল হোসেন অপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে এবং জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট মাসুদুর রহমান এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাফর খান কালামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন, জাতীয় পার্টির আহবায়ক মাসুদুর রহমান। তিনি বলেন, মহাজোটের অন্যতম শরীকদল জাতীয় পার্টি। নৌকা প্রতিক যেখানে আছে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানেই কাজ করবে। আপনি (ইকবাল হোসেন অপু) সংসদ সদস্য হওয়ার পর সকল প্রোগ্রামে যেন আমরা (জাতীয় পার্টির নেতাকর্মী) অংশগ্রহন করতে পারি সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন অপু বলেন, আমি জাতীয় পার্টি বা বিএনপি বুঝিনা। আমি পালং এর সন্তান, পালং এর ভাই, পালং এর বন্ধু। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা নৌকা প্রতিকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এতে আমার-আপনার ও পালং এর সম্মান বাড়বে। সাথে সাথে শেখ হাসিনার সম্মান বাড়বে। জাতীয় পার্টির জেলা আহবায়ক ও আমার বন্ধু এ্যাডভোকেট মাসুদুর রহমান যে দাবী করেছে সে দিকে আমি খেয়াল রাখব। আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে জাতীয় পার্র্টির নেতাকর্মীরাও সরকারী বেসরকারী অফিস আদালতে সমান সুযোগ পাবে।
এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা যুবলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর, জাতীয় পার্টি নেতা ওসমান কাজী, স্থানীয় মুরব্বি আলী আহম্মদ খান প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন তোতা মাঝি, যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জাতীয় পার্টি নেতা আনছার সরদার, মুন্সী হাবিবুর রহমান, গোপাল দে, সাহীদ সরদার, আনছার কাজী, যুগল মন্ডল প্রমূখ।