Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার তাজনূর মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের পিএসসি’তে সর্বোচ্চ সাফল্য অর্জন

নড়িয়ার তাজনূর মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের পিএসসি’তে সর্বোচ্চ সাফল্য অর্জন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার তাজনূর মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলটি পিএসসি তে ২০১৮ সালে সর্বোচ্চ সাফল্য অর্জণ করেছে। এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে স্থাপিত হয়। প্রতি বছরই প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে আসছে। তবে এ বছর পিএসসি তে সমাপনী পরীক্ষায় বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয় কেন্দ্রে দশজন অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের পাস করে। এর মধ্যে চারজন গোল্ডেন ‘এ+’ প্রাপ্ত হন। উক্ত কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে এ কিন্ডার গার্ডেনস্কুলটি। এ প্রতিষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রী আছে। প্রতিষ্ঠানটি দক্ষ পরিচালক ও ১০জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস মনি।
প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস মনির নিকট তার প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্যের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি সবসময় ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে শিক্ষা দিতে চেষ্টা করি। সবসময় সকলের লেখাপড়ার বিষয়ে খোঁজখবর রাখি। শিক্ষকরা সঠিকভাবে পাঠদান যাতে করায় সে বিষয়ে নজরদারী করি। এজন্যই দিন দিন প্রতিষ্ঠান ভালো সাফল্যের দিকে এগোচ্ছে। আগামীতে আরো ভালো যাতে অর্জন করা যায় সেজন্য সার্বিক চেষ্টা অব্যাহত রাখবো।