
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম তার বাড়ির পাশের ১১৩ নং চরভাগা পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বপ্রথম ভোট দিয়েছেন। রোববার সকাল ৮ টায় সর্বপ্রথম সহধর্মীনীকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যান। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বিজয়ের আশা নিয়ে নৌকায় ভোট দিয়ে বের হলাম। ইনশা-আল্লাহ নড়িয়া ও সখিপুরের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এবং জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। তিনি আরও বলেন, আপনারা দেখছেন আজ সকাল থেকেই সখিপুরের জনগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ন পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশেই এভাবেই ভোটের আমেজ বিরাজ করছে। বিজয়ের মাসে বাংলাদেশের মানুষ আরেকটি বিজয় দেখতে পারবে বলে তিনি জানান।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মোট ভোটার রয়েছে ৩,১০,৩৪৩ (তিন লাখ দশ হাজার তিনশ তেতাল্লিশ)। এদের মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,২৪৮ (এক লাখ আটান্ন হাজার দুইশ আটচল্লিশ) এবং নারী ভোটার ১,৫২,০৯৫ (একলাখ বায়ান্ন হাজার পঁচানব্বই)। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৩২টি। এ আসনে মোট প্রার্থী রয়েছে ৬ জন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের একেএম এনামুল হক শামীম (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. শফিকুর রহমান কিরণ (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান (বটগাছ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী) (মশাল), জাকের পার্টির মো. বাদল কাজী (গোলাপফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা শওকত আলী (হাতপাখা)।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |