Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে সুলতান হোসেন মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ঔষধ বিপনী চ্যাম্পিয়ন

শরীয়তপুরে সুলতান হোসেন মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ঔষধ বিপনী চ্যাম্পিয়ন

শরীয়তপুরে আলহাজ্ব এ্যাডভোকেট সুলাতান হোসেন মিয়া স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মাঠে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের উপস্থিতিতে খেলা সম্পন্ন হয়। টুর্ণামেন্টের ফাইনালে খেলে ঔষধ বিপনী-৪ ও আমরা স্বার্ণঘোষ শান্ত স্পোর্টস। ঔষধ বিপনীর পক্ষে মাঠে নামে জাতীয় দলের খেলোয়ার জুটি পরশ ও জুমার এবং আমরা স্বার্ণঘোষ শান্ত স্পোর্টস এর পক্ষে মাঠে নামে জাতীয় দলের অপর জুটি মিনহাজ ও শুভ। একটানা ৫ গেম খেলা শেষে ফলাফল চুড়ান্ত হয়। ঔষধ বিপনী-৪ এর পক্ষে পরশ ও জুমার জুটি ৫টির মধ্যে ৩ গেমের বিজয় ছিনিয়ে নিয়ে আমরা স্বর্ণঘোষ শান্ত স্পোর্টিং কে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জণ করে। ফাইনাল খেলায় ৫টি গেমেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। খেলা শেষে ঔষধ বিপনীর পক্ষে টিম ম্যানেজার ইমাম হোসেন ইস্টুর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের। একই সাথে রানার্স-আপ আমরা স্বর্ণঘোষ শান্ত স্পোর্টিং এর টিম ম্যানেজার আসালদ্দিন সরদারের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা খোকন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আ. রশিদ সরদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খান, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সামিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুর রহমান আমান প্রমূখ।
এছাড়াও হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করে। উল্লেখ্য, ‘সন্ত্রাসমুক্ত শরীয়তপুর গড়ি, মাদককে না বলি’ শ্লোগানে গত ২১ জানুয়ারী আলহাজ্ব এ্যাডভোকেট সুলাতান হোসেন মিয়ার স্মরণে এ স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন করেন তার একমাত্র পুত্র ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
খেলার আয়োজন করেন, শরীয়তপুর ব্যাডমিন্টন একাডেমি। খেলায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দুলাল খান। তাকে সহায়তা করেন শরীয়তপুর ব্যাডমিন্টন একাডেমীর অন্যান্য সদস্যবৃন্দ।