Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে চাঁদাবাজির সময় ৫ ভূয়া পুলিশ আটক

গোসাইরহাটে চাঁদাবাজির সময় ৫ ভূয়া পুলিশ আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৫ ভূয়া পুলিশ আটক করেছে গোসাইরহাট থানাপুলিশ।
রোববার ভোরে গোসাইরহাট পট্টি ব্রীজের ওপর দিয়ে গোসাইরহাট ইউনিয়নের সামছুল ক প্রধানীয়ার ছেলে ইদ্রিস প্রধানীয়া মাছের গাড়ি নিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ পরিচয় দিয়ে ৫ ব্যক্তি তাকে আটক করে। এবং তার কাছ থেকে ৩০ হাজার টাকা দাবী করে। টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। পুলিশ পরিচয়ে মাছের গাড়ি থেকে চাঁদাবাজির খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ গিয়ে ভূয়া পুলিশ পরিচয়দানকারী ৫ জন চাঁদাবাজকে আটক করে।
আটককৃত পাঁচ ভূয়া পুলিশ হলেন, গোসাইরহাট উপজেলার সেনপট্টি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), মৃত রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৩৫), দাসের জঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫), মহেশপট্টি গ্রামের মিয়াচান রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫) ও টেংরা গ্রামের সফিউদ্দিন মোল্যার ছেলে শরীফ মোল্যা (৩০)।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ভোরে পট্টি ব্রীজের ওপর দিয়ে মাছের গাড়ি যাওয়ার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।