Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নানা আয়োজনে শরীয়তপুরে জাতীয় মহিলা সংস্থার বসন্ত বরণ

নানা আয়োজনে শরীয়তপুরে জাতীয় মহিলা সংস্থার বসন্ত বরণ

নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে জেলা জাতীয় মহিলা সংস্থা। সংস্থাটির উদ্যোগে বুধবার পহেলা ফাল্গুন সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়। র‌্যালীতে জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগম, সদস্য নাছিমা কামাল, সংস্থার নির্বাহী কর্মকর্তা আজমল হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর সেলিম হোসেন, প্রশিক্ষক সামছুন নাহার সুমি, বিভিন্ন ট্রেডের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে ফাগুনকে বরণ করে নিতে বিভিন্ন নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
এ সময় কিশোরী তরুণীরা নাচে গানে আনন্দ উল্লাসে দিনটিকে স্বরণীয় করে তোলে।