Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে জাতীয় ভোটার দিবস-২০১৯ পালিত

গোসাইরহাটে জাতীয় ভোটার দিবস-২০১৯ পালিত

‘‘ভোটার হব, ভোট দেব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার শরীয়তপুর জেলার গোসাইরহাটে পালিত হলো জাতীয় ভোটার দিবস। সকাল দশটায় বাংলাদেশ নির্বাচন কমিশন, গোসাইরহাট এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলী আহম্মদ আকন।
উপস্থিত ছিলেন, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আবুল খায়ের, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মোঃ মতিউর রহমান মিন্টু বেপারী, মোঃ কামাল সরদার, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল চন্দ্র নন্দী ও নির্বাচন অফিসের কর্মকর্তা আঃ সালাম খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।