Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় জাতীয় শিশু দিবস পালিত

নড়িয়ায় জাতীয় শিশু দিবস পালিত

শরীয়তপুরের নড়িয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে র‌্যালি করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাসেদুজ্জামান রাসেল।
সভায় বক্তব্য রাখেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ, নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।