
প্রতি বছরের ন্যায় এ বছরও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো বাঙালীর প্রাণের উৎসব বর্ষরণ-১৪২৬। এ উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। এছাড়া উক্ত মেলা উপভোগের জন্য উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম। অনুষ্ঠানের ১ম পর্বে ছিল অতিথি, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সকলে সমবেত কন্ঠে এসো হে বৈশাখ গান গেয়ে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নেন। সাংস্কৃতিক আয়োজন শেষে অনুষ্ঠিত হয় আকষর্ণীয় বৈশাখী র্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বৈশাখী আয়োজনের প্রধান অতিথি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
এ কে এম শহীদুল হক তার বক্তব্যে বলেন বৈশাখ বাঙালির হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এ দিনে বাঙালির প্রাণের উৎসব উদযাপন করেন। পরিশেষে তিনি সকলকে সর্বসময়ে বাংলা সংস্কৃতি চর্চা করার আহ্বান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |