Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে উচ্ছেদ অভিযান, মুক্ত হলো সরকারী জায়গা

গোসাইরহাটে উচ্ছেদ অভিযান, মুক্ত হলো সরকারী জায়গা

শরীয়তপুরের গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার তরগোয়ালকুয়া মৌজায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্র জানায়, ইদিলপুর ইউনিয়নের নতুন বাজারে ৩৩নং তরগোয়ালকুয়া মৌজায়, বিআরএস ৪৩৪, ১নং খাস খতিয়ানে পেরিফেরির ২০নং ক্রমিকের জনৈক মিলু দপ্তরী, পিতাঃ ফজলুল করিম দপ্তরী, সাং চরগোয়ালকুয়া ও মন্টু রাড়ী, পিতাঃ আঃ মান্নান রাড়ী, সাং চরসাতমাটিয়া ১ শতাংশ জমির উপর তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং নির্মাণকালে প্রবাহমান খালের পাশে স্থাপনা করায় আজ বুধবার বিকেল চারটায় গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মতিউর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।