Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত শরীয়তপুর

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত শরীয়তপুর

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সর্বাত্তক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার প্রতিটি সাইক্লোন শেল্টারে প্রস্তুত রাখার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে প্রস্তুতি নিয়ে নিরাপদে সরিয়ে নেয়া ও সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় বৃহস্পতিবার (২ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসান, এনডিসি মামুনুর রশিদ, হোসনে আরা শাপলা প্রমূখ উপস্থিত ছিলেন।