Sunday 11th May 2025
Sunday 11th May 2025

উপমন্ত্রী এনামুল হক শামীমের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার

উপমন্ত্রী এনামুল হক শামীমের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র রতœগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় এনামুল হক শামীম এমপি’র নিজ বাড়ি পাইক বাড়ি জামে মসজিদে বুধবার (১৫ মে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শরীয়তপুরের নড়িয়া-সখিপুরের সকল ইউনিয়নের মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার সকালে বেগম আশ্রাফুন্নেসার কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ অর্পনের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন শুরু করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। পরে সকাল ৯টায় সখিপুরের চরভাগায় বেগম আশ্রাফুন্নেসা হাশেম হাসপাতালে ও গত মঙ্গলবার নড়িয়া শহীদ মিনারে ‘বেগম আশ্রাফুন্নেসা’ ফাউন্ডেশনের উদ্যোগে ৯’শ গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন এনামুল হক শামীম।
বুধবার (১৫ মে) বিকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের নিজ বাড়িতে চরভাগা পাইকবাড়ী জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া আওয়ামী লীগের সভাতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রতœগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসার বড় ছেলে একেএম এনামুল হক শামীম এমপি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মেঝো ছেলে আমিনুল হক বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। ছোট ছেলে ডা. আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং কার্ডিয়াক সার্জারী বিভাগের ইউনিট ৯-এর চিফ। একমাত্র মেয়ে শামীম আরা হক কাকলী উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা।