
গত ১৫-ই মে বুধবার বিকেল ৩টায় আহত বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মোল্লা অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা কেবিনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে তার নিজ গ্রামে ম্যাজিস্ট্রেট, মুক্তিযোদ্ধা কমান্ডার ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় ১ম জানাজা ও তার বর্তমান আবাসস্থল ভুচূড়া গ্রামে ২য় জানাজা শেষে ভুচূড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
তিনি জীবিত থাকাকালিন সময়ে একজন সৎ ব্যবসায়ী ছিলেন। কিন্তু তার আহত সার্টিফিকেট থাকার পরেও আহত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত ছিলেন।
এ ব্যপারে তার পরিবারকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমরা আহত সার্টিফিকেটের কপি জমা দিয়েছি কিন্তু পাইনি। আহত ভাতা পাওয়ার পূর্বেই আমার বাবাকে আমরা হারালাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |