
কর্মসংস্থানের লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার ৫২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তপাদার, ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তাই সকল ক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। নারীদের পেছনে রেখে কখনোই দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন চাইলে অবশ্যই নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে নিতে হবে। নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারীদের ঘরে আবদ্ধ থাকলে চলবেনা। তাদের কাজ করে স্বাবলম্বি হতে হবে। আত্মনির্ভরশীল হতে হবে। পুরুষের সাথে নারীরা সমান তালে এগিয়ে গেলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |