Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আড়াই ঘন্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আড়াই ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বন্ধ হওয়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল পূনরায় শুরু হয়েছে।
রোববার (২ জুন) বেলা ১১টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেলা দেড়টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।
জানা গেছে, রোববার সকাল ১০টার পর থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। ১১ টা থেকে কাল বৈশাখী ঝড় শুরু হলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ। দুপুর দেড়টার দিকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কমে আসলে পূনরায় ফেরী চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আবদুল মোমেন জানান, কাল বৈশাখী ঝড়ের কারণে দূর্ঘটনা এড়াতে ১১ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। দুপুর দেড়টার সময় কাল বৈশাখী ঝড় বৃষ্টি কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।