
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শরীয়তপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়েছে। গত বুধবার (৫ জুন) জেলার ২ শতাধিক ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রধান জামায়াত শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় প্রথম জামায়াত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল সহ জেলার সরকারী বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে ঈদ উল ফিতরের নামাজের জন্য ঈদগাহ মাঠ সুসজ্জিত করা হয়। সকাল ৯ টায় শরীয়তপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলার ছয়টি উপজেলায় পৌরসভার পক্ষ থেকে ঈদের নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কোলাকুলি করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |