সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

হাচান আলী রাড়ীর স্বরণে ইতালীর ভেনিস ছাত্রলীগের স্বরণ সভা

হাচান আলী রাড়ীর স্বরণে ইতালীর ভেনিস ছাত্রলীগের স্বরণ সভা

ইতালীর ভেনিস ছাত্রলীগের আয়োজনে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্জ্ব হাচান আলী রাড়ীর স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার ১৪ জুন সন্ধায় বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট মেস্ত্রে ইতালী ভেনিস ছাত্রলীগ সভাপতি আরিফ হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুমান হাওলাদারের সঞ্চালনায় এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বরণ সভায় বক্তরা বলেন- আওয়ামী লীগের আদর্শ, ত্যাগের আদর্শ, জনকল্যাণের আদর্শ হাচান আলী রাড়ীর মাঝে ত্যাগের চেতনা ছিল। তাঁর বিদায়ে তথা নড়িয়া পৌরসভা একজন প্রকৃত জনবান্ধব কর্মী হারিয়েছে। হাচান আলী রাড়ীর মত এমন ত্যাগী নেতা দলের দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে বারবার ঝাপিয়ে পড়েছে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বরন সভায় আলেচনা করেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিক ছৈয়াল, সহ-সভাপতি ইব্রাহীম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, ইতালী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, সহ-সভাপতি সেতু মাঝি, আওয়ামী লীগ নেতা নয়ন ছৈয়াল, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, সাংগঠনিক সম্পাদক সোহাগ মাঝি ও মুরাদ ঢালী।
এ সময় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাজী হাচান আলী রাঢ়ী গত ২ জুন মঙ্গলবার নড়িয়াতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


error: Content is protected !!