Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নবগঠিত সম্পাদক পরিষদকে বিএমএসএফ’র অভিনন্দন

নবগঠিত সম্পাদক পরিষদকে বিএমএসএফ’র অভিনন্দন

ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদ গঠন হওয়ায় বিএমএসএফ’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সম্পাদক পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন।
বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, দেশের দু’জন প্রখ্যাত সাংবাদিকের নেতৃত্বে সম্পাদক পরিষদ গঠন হওয়ায় আমরা আনন্দিত। তবে তাদের দ্বারা ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে সহযোগিতারও দাবি করেন বিএমএসএফ।