সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

সিলেটে পপুলার লাইফের বীমা দাবীর টাকা পরিশোধ

সিলেটে পপুলার লাইফের বীমা দাবীর টাকা পরিশোধ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ১ হাজার ১৬ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ৩ কোটি ২ লক্ষ ৩৫ হাজার ১১৯ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ।
অনুষ্ঠানে আরও রক্তব্য রাখেন ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


error: Content is protected !!