মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর

যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর

যশোরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা দাবীর কোম্পানীর ৩ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার যশোর বিডি হলে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে এ চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (সাবেক অতিরিক্ত সচিব) গকুল চাঁদ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এর নির্বাহী পরিচালক (যুগ্ন সচিব) খলিল আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শরীয়তপুরের কৃতি সন্তান বিএম ইউসুফ আলী।
বক্তব্য প্রদানকালে বিএম ইউসুফ আলী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমাদের কোম্পানীর চেয়ারম্যান এমডিদের নিয়ে বৈঠককালে বলেছেন, বীমা উন্নয়নের জন্য যে সকল আন্তরিকতা করা দরকার, প্রতিটি ঘরে বীমা সুবিধা পৌছে দেবার জন্য যা যা করা দরকার সবকিছুর জন্য আপনারা প্রস্তাব রাখেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশায় সরাসরি চাকরি করেছেন একথা এক সভায় সভাপতির বক্তব্যে আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্রসীমা থেকে বেরিয়ে উন্নতসীমায় পৌছে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বীমা সেক্টরের সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা চাকরি করছেন কিংবা যারা এই কোম্পানীর মালিক, সবাই যেভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা বীমা সেক্টরকে সেভাবে এগিয়ে নিয়ে যান। সুতরাং আমরা সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য বীমা পেশাকে আরো এগিয়ে নিয়ে যাবো। বেশি বেশি করে কাজ করবো এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। ইনশা আল্লাহ।
আলোচনা সভা শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানীর এমডি বিএম ইউসুফ আলী।
এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এক হাজারের অধিক বীমা গ্রাহক উপস্থিত ছিলেন।


error: Content is protected !!