
১৯ অক্টোবর শনিবার সাতক্ষীর জেলা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমীতে সাতক্ষীরা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নিজস্ব ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য শরীয়তপুরের কৃতি সন্তান বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক এসএম খলিলুর রহমান দুলাল, আল-বারাকাহ্ ইসলামি ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ এনামুল হক এবং প্রকল্প ইনচার্জ ও অতিরিক্ত প্রকল্প পরিচালকবৃন্দ।
বিএম ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, আগামী পহেলা মার্চ (২০২০) জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বীমা সেক্টরকে জনগণের সামনে তুলে ধরার জন্য, বীমার কার্যক্রম সম্পর্কে যাতে সবাই জানতে পারে এই জন্য সরকারিভাবে সকল জেলা-উপজেলা, মহানগর এবং সিটি কর্পোরেশনে সরাকরিভাবে একযোগে আগামী পহেলা মার্চ (২০২০) জাতীয় বীমা দিবস পালন হবে। এবং এরপর থেকে প্রতি বছর বছর এ জাতীয় বীমা দিবস পালিত হবে। তখন মানুষের কাছে বীমার গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে যাবে। তখন আর বীমা সেক্টর অবহেলিত থাকবে না। আর এই ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে, বীমাও সেভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। অতএব আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সিদ্ধান্ত হবে সাতক্ষীরা এবং সাতক্ষীরার বিভিন্ন উপজেলার যারা এখানে এসেছেন আপনারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি ঘরে ঘরে পপুলার লাইফ ইনস্যুরেন্স এর বীমা করাবেন এটাই হলো আপনাদের কাজ। আপনারা সততার সাথে কাজ করে যান। তাহলেই পপুলার লাইফ বীমা কোম্পানীর মধ্যে শ্রেষ্ঠ অবস্থানে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আমার শুভ কামনা রইল।