Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রধানমন্ত্রী দলের ভিতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন: পানিসম্পদ উপমন্ত্রী

প্রধানমন্ত্রী দলের ভিতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন: পানিসম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দলের ভিতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন। দুর্নীতিবাজদের কোন দল নাই। যারা বিএনপি আমলে লুটেপুটে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাদেরকেও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। যারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সরকারি বড় চাকরি করে রাতারাতি টিনের ঘর থেকে দশতলা বিল্ডিং বানিয়ে ফেলেছেন তাদের এলাকার মানুষ দেশের মানুষ সবাই চিনে। তাদরে বিরুদ্ধে ব্যবস্থা নিলে সারা বাংলাদেশের মানুষ খুশি। দুর্নীতিবাজদের বিচার মাননীয় প্রধানমন্ত্রীও চান আমরাও চাই। দুর্নীতিবাজদের আওয়ামী লীগ প্রশ্রয় দেয়নি দেবেও না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্ত্বরে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পানিসম্পদউপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।