
শুভজনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকিতে শুভজন পদক ২০১৯ পাচ্ছেন বরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এছাড়া আরো ৭ জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন শুভজন গুণীজন সম্মাননা। শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠণ শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৭ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৮ম বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গিত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, শুভজন পদক-২০১৯ প্রদান, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
“মানবিক মানুষ চাই” প্রত্যয় নিয়ে শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলনে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিগত ৬ বছর যাবত প্রবর্তিত হয়েছে ‘শুভজন পদক’ প্রদান। দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশী নাগরিক বা বাংলাদেশী বংশোদ্ভুত বিদেশী নাগরিকগণকে প্রতি বছর এক বা একাধিক ব্যক্তিকে ‘শুভজন পদক’ প্রদান করা হবে।
পদক প্রদানের জন্য গঠিত জুরি বোর্ড প্রাথমিক ভাবে মনোনীত ব্যক্তিবর্গের জীবন ব্যাপী কার্যক্রমের উপর ভিত্তি করে কিংবা বিশেষভাবে আলোচিত শুভকাজের উৎকর্ষের মানদন্ড অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিকে তাঁর অসামান্য অবদানের জন্য এই পদক প্রদান করা হয়ে থাকে।
পদক প্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেষ্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভূক্ত থাকবে। কোন ব্যক্তি একবার ‘শুভজন পদক’ পেলে তাঁকে পরবর্তীতে পদকের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে শুভজন মরণোত্তর পদক দেয়ার কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শুভজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক তরুণ রাসেল।
শুভজন কর্তৃক প্রবর্তিত ষষ্ঠতম ‘শুভজন পদক’ ২০১৯ পাচ্ছেন দেশবরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে শুভজন পদক- ২০১৯ প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধীতেও ভূষিত করা হবে। এছাড়া শুভজন গুণীজন সম্মাননা যারা পাচ্ছেন তাঁরা হলেন- লাকী ইনাম (মঞ্চ), তিমির নন্দী (সংগীত), মোহাম্মদ শামস উল ইসলাম (নন্দিত উদ্ভাবন, ব্যাংকার), শাহিদ উল মুনীর (তথ্যপ্রযুক্তি), সাদাত হোসাইন (সাহিত্য), এ জেড এম নাফিউল ইসলাম (জনসেবা) এবং শহীদুল ইসলাম পাইলট (মফস্বল সাংবাদিকতা)।
আগামী ২৬ নভেম্বর ‘শুভজনের ৮ম বর্ষে পর্দাপণের উৎসবে’ আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হবে।
এ পর্যন্ত শুভজন পদক পেয়েছেন যারা ঃ
কবি আসাদ চৌধুরী (২০১৪), কামাল লোহানী (২০১৫), কবি কাজী রোজী (২০১৬), ড আতিউর রহমান (২০১৭), শিল্পী মুস্তাফা মনোয়ার (২০১৮)।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |