Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে: বিএমএসএফ

মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে: বিএমএসএফ

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে এ দেশের জনগণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ্য হয়ে পাকহানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা। লড়াই করে দেশ স্বাধীন করেছেন। যার কারনে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসিম। দেশ রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
বিএমএসএফ ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিজয়ের মাসের প্রথম দিনে রবিবার সন্ধ্যায় সাভার ও আশুলিয়া থানা কমিটির উদ্দোগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাভার থানা কমিটির আহবায়ক কামরুজ্জামান।
বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য এম এ আকরাম, কবির নেওয়াজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুর হোসেন, আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক মৃধুল ধর ভাবন, সাখাওয়াত হোসেন, ইউসুফ আলী খান, শিফাত মাহমুদ ফাহিম প্রমুখ।
বিজয় মাসের প্রথম দিনে সাভারসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএমএসএফ’র আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এদিকে গাজীপুর, শ্রীপুর, নরসিংদি, মাদবদী, ঝালকাঠি, নলছিটি, শরীয়তপুর, পাবনা, কুড়িগ্রাম, চট্টগ্রাম, বাঁশখালী, পটিয়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ছাতক, কক্সবাজার, কুলাউড়াসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের বিকৃত না করে সঠিক ইতিহাস জনগণের মাঝে তুলে ধরার আহবান জানান। নেতৃবৃন্দ সরকারকে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা প্রাণের দাবি মেনে নেয়ারও আহবান জানান।