Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বনানী কবরস্থানে মরহুম আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা

বনানী কবরস্থানে মরহুম আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা

২৩ ডিসেম্বর সোমবার শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা যুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, জাতীয় নেতা ও আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনভর নানা কর্মসূচির মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকমী, রাজনৈতিক সহযোদ্ধা ও শরীয়তপুরবাসী এ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাকে স্মরণ করে।
সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা শ্রদ্ধা জানান।
এ সময় আব্দুর রাজ্জাকের জ্যৈষ্ঠপুত্র ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।
সংগ্রামমুখর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথমসারির সংগঠক ও নেতা।
৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬-দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬-১৯৬৭ ও ১৯৬৭-১৯৬৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জননেতা আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৯৯১, ১৯৯৬ সালের নির্বাচনে ২টি করে আসনে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ৬৯ বছর বয়সে মারা যান এ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন।