Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

এনটিভিতে ‘সকালের গানে’ রুবিয়া মল্লিকা

এনটিভিতে ‘সকালের গানে’ রুবিয়া মল্লিকা

আজ শনিবার (২৮ ডিসেম্বর) এনটিভির “আজ সকালের গানে” লাইভ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এই সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকা। গানের ফাঁকে ফাঁকে বলবেন তাঁর সংগীত জীবনের গল্প। অনুষ্ঠানে তিনি একটি দেশের গানের পাশাপাশি তাঁর নিজের মৌলিক ও আধুনিক গান পরিবেশন করবেন। উল্লেখ্য সঙ্গীতশিল্পী মল্লিকা ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত। উচ্চাঙ্গ সংগীতের উপর ভারত থেকে তালিম নিয়েছেন। তাঁর প্রথম অডিও একক অ্যালবাম প্রকাশিত হয়েছে কলকাতায় সাগরিকার ব্যানারে। এ পর্যন্ত প্রায় ১৩ টি একক গানের এ্যালবাম করেছেন। সর্বশেষ তাঁর মৌলিক গানের একক অ্যালবাম প্রেমের দীর্ঘপথ প্রকাশ করেছে লেজার ভিসন। এ অ্যালবাম এর কথা লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন দেশের গুনী সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল।