Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা

২৮ ডিসেম্বর শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যান সমিতির সহ-সভাপতি ও বিজয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক, সাবেক মহাপুলিশ পরিদর্শক এ.কে.এম শহীদুল হক -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন খান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, বঙ্গবন্ধু প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা সেল প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, কৃষি মন্ত্রণালয়ের যগ্ম সচিব হাবিবুর রহমান এবং সাবেক কর কমিশনার ও সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী মোল্লা।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ স্বাধীনতার ইতিহাস ও স্বাধীনতা পরবর্তী প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।