Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বিজয় দিবসে শুভজনের বিজয় উৎসব

বিজয় দিবসে শুভজনের বিজয় উৎসব

মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে শুদ্ধ ধারার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন ২৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় আয়োজন করে বিজয়ের কথা, কবিতা ও গান শিরোনামে এক আনন্দপূর্ণ অনুষ্ঠান। রাজধানীর বনশ্রীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের কথাশিল্পী ও সাবেক অতিরিক্ত সচিব মইনুদ্দিন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজনের সাংগঠনিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমআর মনজু, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক, কবি ও গীতিকার চিন্ময় রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহ আলম এবং দৈনিক আমাদের সময়ের সহ-সম্পাদক কবি চপল মাহমুদ। মুক্তিযুদ্ধের গান, কবিতা আর কথামালায় সাজানো অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরে বক্তৃতা করেন। শিল্পীরা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের গান আর কবিরা আবৃত্তি করেন কবিতা।
শুভজনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভজনের সহ-সভাপতি সঙ্গীতশিল্পী জাহিদ হোসেন। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন- বিশিষ্ট সংগীতশিল্পী ও শুভজনের সহ সভাপতি রুবিয়া মল্লিকা, কণ্ঠশিল্পী অঞ্জলি চৌধুরী, রবীন্দ্র সংগীতশিল্পী সাজিদা সোনিয়া খান ইতি, শিল্পী মোঃ শহিদুল্লাহ, শিলা পারভিন, সাদিয়া আফরিন নিপা, জুবায়দা গুলশান আরা হেনা এবং জাহিদ হোসেন। কবিতা আবৃত্তি করেন- আবৃত্তিশিল্পী তরুণ রাসেল, কবি চিন্ময় রায় চৌধুরী, কবি আনতা নুর হক, নুরুল ইসলাম বুলেট, কবি ও সাংবাদিক এস এম শফিক এবং তৌফিক হাসান জুয়েল প্রমুখ।