
মুক্তির ডাক
শহীদুল ইসলাম পাইলট
দান-অনুদান কেউবা দেবে
কেউবা বসে খাবে
এমন সমাজ চাইনি কভু
কেউ খাবে-কেউ চাবে।
কারো ঘরে সোনা দানা
কেউবা গৃহহারা
কারো আছে শতেক বাড়ি
কেউবা থাকে ভাড়া!
ভূমির মালিক অনেক আছে
ভূমিহীনও ভরা
মোটা-তাজা অনেক দেখি
অনেক আধোমরা।
কারো মুখে সোনার চামিচ
কেউবা আঙুল চোষে
সড়ক দীপে কেউবা ঘুমায়
কেউবা কুকুর পোষে।
এমন নিয়ম ভাংতে হবে
নাঙা-ভূখা আয় ছুয়ে আয়
সব অধিকার হচ্ছে উধাও
সময় বয়ে যায়।
লেখক: সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, সম্পাদক ও প্রকাশক : দৈনিক রুদ্রবার্তা, শরীয়তপুর জেলা প্রতিনিধি: দৈনিক সমকাল ও কেন্দ্রীয় সভাপতি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।