Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাংবাদিক সোহেল হায়দার চৌধুরীর পিতার কবরে ফেনী বিএমএসএফ’র শ্রদ্ধা

সাংবাদিক সোহেল হায়দার চৌধুরীর পিতার কবরে ফেনী বিএমএসএফ’র শ্রদ্ধা
সাংবাদিক সোহেল হায়দার চৌধুরীর পিতার কবরে ফেনী বিএমএসএফ’র শ্রদ্ধা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ফেনীর কৃতি সন্তান সোহেল হায়দার চৌধুরী ও দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশামুল হায়দার চৌধুরী মিলন (৮৩) কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) ফেনী জেলা শাখা।

মঙ্গলবার (১০মে) বাদ আছর ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে এহতেশামুল হায়দার চৌধুরী মিলনের কবরে
ফুল দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ ) ফেনী জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি এমএ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, বিএমএসএফ ফেনী জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাউসার হামিদ সিকদার পিনু, সদস্য এমদাদুল হক, জিয়াউল হক চৌধুরী রুবেল ও কবি মুসলেহ উদ্দিন মুসলিম প্রমুখ।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত বিএমএসএফ নেতৃবৃন্দ। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ শহীদুল ইসলাম পাইলট, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন ও সাধারণ সম্পাদক জসিম মাহমুদ এহতেশামুল হায়দার চৌধুরী মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।