বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে শরীয়তপুরের তিন এমপিকে নিয়ে ডিসির সমন্বয় সভা

পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে শরীয়তপুরের তিন এমপিকে নিয়ে ডিসির সমন্বয় সভা

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে শরীয়তপুরের তিন সংসদ সদস্যকে নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। রোববার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সাংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে পদ্মার দক্ষিণ পাড়ে। এটাই জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা। দশ লাখের বেশি মানুষ এই সমাবেশে সামিল হবেন। ২৫ জুন সারা বাংলাদেশ সহ দেশ বিদেশের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকবে পদ্মা সেতুকে ঘিরে।

ইকবাল হোসেন অপু এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশের মাটিতে পা রেখেছিন, সেদিন বাংলার মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। তেমনি পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলার মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। পদ্মা সেতু উদ্বোধনের দিন পদ্মার পাড়ে মানুষের ঢল নামবে।

এসময় পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শামীম হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম রসুল, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান ফরাজি, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুলের হাসান সোহেল, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, গোসাইরহাট উপজেলা সুজন দাশ গুপ্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব সহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।


error: Content is protected !!