
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নড়াইল ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক গ্রাহকদের হাতে তুলে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহসপতিবার ১৯ জানুয়ারি নড়াইল শহরে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অনুষ্ঠানে দিনব্যাপী ইউনিটের ম্যানেজারদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গত বছর সরকারী ভাবে বীমা দিবস উদযাপন উপলক্ষে নড়াইল জেলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি অগ্রণী ভূমিকা পালন করেছে। মাঠ পর্যায়ে তাদের সুনাম রয়েছে এবং কার্যক্রম ভালো লক্ষ করা গেছে । আগামীতে পপুলার লাইফ ইন্সুরেন্স আরো ভালো করতে পারে সে জন্য উপস্থিত সকলকে বলেন, ইন্সুরেন্স সম্পর্কে জনগণের ধরনো কম। তাদের নিকট ইন্সুরেন্সএর সুফল তুলে ধরতে হবে। সকলকে কাজে তৎপর হতে হবে, এওয়ারনেস করতে হবে, সিনসিয়ার থাকতে হবে। বীমা ক্ষেত্রে যারা আপনারা পরিশ্রম করতেছেন তাদের সকলের পরিশ্রম বৃথা যাবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান আরো বলেন, ৮শ শতক পূর্বে ইতালি জেনেভা শহরে অগ্নিবীমা দিয়ে শুরু করা হয়েছিল বীমা কার্যক্রম। এর পরবর্তীতে ইংল্যান্ড ও ইউরোপ ইন্সুরেন্স এর কাজ শুরু করেছে। এরপর ভারতেও এসেছে। পরবর্তীতে স্বাধীনতা উত্তর বাংলাদেশেও বীমা আইনের মধ্য দিয়ে ইন্সুরেন্স এর কার্যক্রম শুরু করেছে। এসব বিষয় জ্ঞান অর্জন করে মাঠ পর্যায়ে গিয়ে জানাতে হবে সকলকে।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে দেশের সকল জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।
কোম্পানির গ্রাহকদের টাকা আমাদের নিকট আমানত। এ টাকা সঠিকভাবে ব্যবহার করে সময়মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য কোম্পানির কর্মীদের সঠিকভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জনপ্রিয় বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহাসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক মুফতি মোঃ দিদারুল ইসলাম ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক ও খুলনা জেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম রুবেলে প্রমুখ।
এছাড়া প্রকল্প ইনচার্জ সহ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে নড়াইল জেলার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বীমা গ্রাহকদের হাতে চেক তূলে দেন।