Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ২১ নভেম্বর ২০২৩: সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

প্রথমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে অভিবাদন জানায় তিন বাহিনীর চৌকস একটি দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর চৌকস একটি দল। প্রধানমন্ত্রীও পরে পরিদর্শন বইয়ে সই করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে। এছাড়াও, বিমানবাহিনীর একটি প্লেন আকাশে পতাকা নিয়ে উড়ে যায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির সূচনা হয়। দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, “সশস্ত্র বাহিনী আমাদের জাতির গৌরব ও গর্ব। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরকাল স্মরণ করবে।

তিনি আরও বলেন, “আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।