
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বাংলাদেশ ভারতের একটি বিশ্বস্ত প্রতিবেশী। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ভারতের নেতৃত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, যোগাযোগ, জ্বালানি, শক্তি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও অন্যান্য নদীর পানি বন্টনের বিষয়টি উত্থাপন করেন। এছাড়া বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের ওপর জোর দেন।
বাংলাদেশে ভিসা দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ভারতের সহায়তা চান।
ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেন, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের জন্য ভারত কাজ করবে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।