Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে সব ইউএনও বদলির নির্দেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে সব ইউএনও বদলির নির্দেশ
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে সব ইউএনও বদলির নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের সব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি দেন।

চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।

ইসির সিদ্ধান্তের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

ইসির এ সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৪৯০ জন ইউএনও বদলি হতে পারে।

এর আগে, নির্বাচন কমিশন দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির নির্দেশ দিয়েছিল।