Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১, আহত ৫

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১, আহত ৫
গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ট্রেন দুর্ঘটনা, নিহত ১, আহত ৫

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে অদূরে বুধবার ভোরে রেললাইন কেটে ফেলার ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তিনি জানান, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়দেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।