Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির সভা-সমাবেশের নির্দেশনা বাস্তবায়ন করবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির সভা-সমাবেশের নির্দেশনা বাস্তবায়ন করবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির সভা-সমাবেশের নির্দেশনা বাস্তবায়ন করবে

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৩: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “ইসির নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে বাস্তবায়ন করবে। নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে না।”

মন্ত্রী আরও বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।”

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।